মুন্সিগঞ্জ পৌরসভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রনছ গাজীবাড়িতে তিন শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মহিউদ্দিন আহমেদের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করে পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহাবুব উল-আলম স্বপন।
কম্বল বিতরণ অনুষ্ঠানটি পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মীর মো. শরীফ ও সাধারণ সম্পাদক উজ্জ্বল বেপারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাউয়ুম মৃধা, সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তপন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জামাল গাজী, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক এজিএস সালাউদ্দিন বেপারী, ম. আবুল কাসেম গাজী প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই