অ্যাপের মাধ্যমে গ্রামগুলোতে মাটির বিভিন্ন গভীরতায় আর্সেনিকের উপস্থিতি জানা যাবে। অ্যাপটি যেকোন স্মার্টফোনের মাধ্যমে ব্যবহার করা যাবে। এ অ্যাপের মাধ্যমে মাটির কোন গভীরতায় নলকূপ স্থাপন করতে হবে, সেই বিষয়ে গ্রামবাসী নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন। গ্রাম অঞ্চলে সাধারণ মানুষের দোরগোড়ায় বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে নলকূপ নামক একটি ওয়েব অ্যাপ উদ্ভাবন করা হয়েছে।
কুমিল্লায় মঙ্গলবার এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে ইমপ্রুভিং স্টেট ইফেক্টিভনেস ইন এনভায়রনমেন্টাল রিস্ক মিটিগেশন প্রকল্পের উদ্বোধনী শীর্ষক সভায় এসব তথ্য জানানো হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক এস এম গোলাম কিবরিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর ড. অ্যালেক্সজেন্ডার ভ্যান গীন, বুড়িচং উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ তানভীর হাছান।
অনুষ্ঠানে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য ও কর্মকৌশল উপস্থাপন করেন এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের মনিটরিং এন্ড ইভ্যলুয়েশনের হেড অফ রিসার্চ ড. মো. আহসান হাবীব। এসময় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের গবেষণা সহযোগী মো. মীর আবু রায়হান, গবেষণা কর্মকর্তা ইশরাত জাহান ও তন্ময় সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই