পঞ্চগড়ে আজও ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে পথঘাট। সঙ্গে পাহাড়ি হিম বাতাসের কারণে অনুভূত হচ্ছে কনকনে শীত। রাস্তায় গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে।
আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।
এর আগে সোমববার (২০ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। তবে তা তিন ঘণ্টার ব্যবধানে দশমিক ৫ ডিগ্রি কমে সকাল ৯টায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস হয়। একই সঙ্গে বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশ রেকর্ড করা হয়।
আবহাওয়া অফিস আরও জানায়, এর আগে রবিবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে ওই দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শনিবার একই সময়ে এখানে তাপমাত্রা রেকর্ড হয় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং আকাশে মেঘ থাকায় সকালে ঘন কুয়াশায় ঢেকে আছে জেলার পথঘাট।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ