বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, '৬৯'র গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদ আমাদের অনুপ্রেরণা। এই অনুপ্রেরনাকে সামনে রেখেই আমরা ৯০ স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলন করেছি। আন্দোলনের মাধ্যমে এরশাদের পতন ঘটিয়েছি। ঠিক একইভাবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে দেশকে পুনরায় স্বাধীন করেছি। ২৪ এর গনঅভূথ্যানসহ প্রতিটি আন্দোলনের পেছনে শহীদ আসাদের আত্মত্যাগের ভূমিকার রয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সকালে নরসিংদীর শিবপুরে ৬৯-এর গণ-অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ৬৯ এর গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদকে যেভাবে মূল্যায়ন করার কথা ছিল। সে ভাবে করা হয়নি। তাই রাষ্ট্রীয় পর্যায়ে শহীদ আসাদ দিবস পালনের দাবি জানানো হয়।
এ সময় নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হারিজ রিকাবদার, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৬৯ সালে আইয়ুব বিরোধী আন্দোলনে ঘাতকদের বুলেটে শহীদ হন তৎকালীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ।
বিডি প্রতিদিন/মুসা