ফরিদপুরের চরভদ্রাসনে লিটন মোল্যা(৩৩) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে অজ্ঞাত নামা দুর্বৃত্তরা। রবিবার দুপুর একটার দিকে চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব শালেপুরের নিকটবর্তী লাল মিয়ার ভিটা নামক স্থানে এ ঘটনা ঘটে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরন করেছে।
আহত লিটন উক্ত ইউনিয়নের ছমির বেপারীর ডাঙ্গী গ্রামের মোজাহার মোল্যার ছেলে। পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক।
তার বড় ভাই রুবেল মোল্যা ও স্থানীয় সূত্র হতে জানা যায় দুপুর বারোটার দিকে এক ব্যক্তি বাদশার খেয়া নামক স্থান হতে লিটনের মোটরসাকেল ভাড়া করে পূর্ব শালিপুর এলাকার দিকে রওনা হয়। পরে উপরোক্ত স্থানে এ পৌছালে ভুট্টা ক্ষেতে ওৎ পেতে থাকা দূর্বৃত্তরা লিটনকে আক্রমন করে এলোপাথারী কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। আহত অবস্থায় লিটন ফোনে ঘটনা জানায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পূর্ব শত্রতার জেরে এ ঘটনা হয়ে থাকতে পারে বলে ধারনা করছে তার পরিবারের লোকজন।
ঘটানার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল গাফ্ফার বলেন তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনও কোন লিখিত অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম