বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ ১৯ জানুয়ারি। দিবসটি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমানের ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
জন্মদিনে মুক্তিযুদ্ধে জিয়াউরের রহমানের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন নেতাকর্মীরা। জিয়াউর রহমান না হলে বাংলাদেশ স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক।
শ্রদ্ধা ও ভালোবাসায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের অবদানকে স্মরণ করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর। বাংলাদেশ বিনির্মাণে জিয়াউর রহমানের আদর্শকে ধারণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তিনি।
ওইদিন দুপুর সাড়ে ১২ টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীম রেজা। এ সময়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাবি শাখা ছাত্রদলের অর্ধ-শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ