রাজবাড়ী পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলামকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিবিদ্ধ হন মনিরুল বিশ্বাস। মনিরুল পাট্টা ইউনিয়নের যুবদলের কর্মী। এ ঘটনার প্রতিবাদে শনিবার পাংশা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশ থেকে সন্ত্রাসীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন বক্তারা।
বেলা ১২টার দিকে উপজেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। যুবদলের আয়োজনে মিছিলটি কালিবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা সজীব রাজা, সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
প্রতিবাদ সমাবেশে পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুরাদ বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম খোকন, পৌর যুবদলের আহ্বায়ক মো. ফরিদ সরদার, যুবদল নেতা শফিউল্লাহসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল