নোয়াখালীতে পৌর বণিক সমিতির ১০ম সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী।
নোয়াখালী পৌর বণিক সমিতির সভাপতি এ কে এম ছায়েফ উদ্দিন সোহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির এ এস এম ইসহাক খন্দকার, বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি ফিরোজ আলম মতিন, ব্যবসায়ী ইসমাইল হোসেন, আবদুল মোতালেব আপেল, পৌর বণিক সমিতির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মাহমুদুর রশিদ হাসান, সহ-সভাপতি ইকবাল বাহার আজাদ, সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি একরাম উল্যাহ ডিপটি ও সাধারণ সম্পাদক রায়হান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম, বিএনপি নেতা শাহ জাফর উল্যা রাসেল, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শাহীন ও ব্যবসায়ী আবু ছায়েদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই