দিনাজপুরের চিরিরবন্দরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ এবং পুড়িয়ে হত্যাচেষ্টা মামলার আসামিকে গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী নারী ও এলাকাবাসী।
শনিবার দুপুর ২টায় রংপুর-দিনাজপুর মহাসড়কে চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের সুইহারীবাজারে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইমামুল হাসান, মো. নুর ইসলাম, মো. মমিনুল ইসলাম, দ্বিজেন্দ্রনাথ সেন, মো. সাদেকুল ইসলাম, ক্বারী রায়হান আলী, শাহ ইয়াসিফ ভুঁইয়া প্রমূখ।
বক্তারা বলেন, চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউপির নশরতপুর গ্রামের পালপাড়ার উপেন চন্দ্র পাল ওরফে কালু (৩৬) গত ২ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় ওই এলাকার বছির মেম্বারপাড়ার একজন ভিক্ষুকের অসহায় মুসলিম মেয়েকে (১৫) একাকী পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে গত ১৪ ডিসেম্বর চিরিরবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ৭ জানুয়ারি রাতে কালু ও তার সহযোগীরা ভিকটিমের বাড়ির বাইরের চতুর্দিকে খড়দিয়ে আগুন লাগিয়ে তাদেরকে হত্যার চেষ্টা করে। এসময় তাদের চিৎকারে পাড়া-প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মামলা দায়ের হওয়ার মাস পেরিয়ে গেলেও আসামিকে আজও গ্রেফতার করতে পারেনি পুলিশ। আগামী ৩ দিনের মধ্যে আসামিকে গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারি দেওয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল