বান্দরবানের আলীকদমে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল ও ট্রাক জব্দ করা হয়। পালিয়ে যাওয়া ট্রাক চালককে আটক করতে পুলিশ চেষ্টা করছে।
আলীকদম থানার ওসি মীর্জা জহির উদ্দিন জানান, এ সময় ট্রাকটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিলো বলে প্রত্যক্ষদর্শীরা তাকে নিশ্চিত করেছেন।
ওসি বলেন, নিহতরা হচ্ছেন, মো. বেলাল (৩০), মো. সৈয়দ আকবর (৩৪) ও মো. মিনহাজ (১৮)। তারা সবাই আলীকদমের বাজারপাড়া এলাকার বাসিন্দা। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে মোটরসাইকেলে করে ৩ ব্যক্তি আলীকদমে যাচ্ছিল। পথিমধ্যে তারাবুনিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বিডি প্রতিদিন/জামশেদ