টাঙ্গাইলের নাগরপুরে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার নাগরপুর উপজেলার বিএনপির কার্যালয়ে ১২টি ইউনিয়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. আতিকুর রহমান আতিক এর পক্ষ থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ সালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিমসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ