ময়মনসিংহে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ভালুকা উপজেলা দল ৬ উইকেটের ব্যবধানে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়।
খেলায় ময়মনসিংহ সদর উপজেলার মুখোমুখি হয় ভালুকা উপজেলা ক্রিকেট দল। ময়মনসিংহ সদর উপজেলা ক্রিকেট দল প্রথম ব্যাট করে ৩১ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে ভালুকা উপজেলা দল ৬ উইকেটের ব্যবধানে জয় লাভ করে।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ভালুকা উপজেলা ক্রিকেট দলকে অভিনন্দন জানাই। এই অর্জন আমাদের ভালুকার সকলের।
বিডি প্রতিদিন/আশিক