দীর্ঘ দিন পর দ্বীপজেলা ভোলায় যাত্রা শুরু করেছে শিশু কিশোরদের মনন বিকাশে সুস্থ্যধারার বিনোদন কেন্দ্র ড্রিমল্যান্ড শিশু পার্ক। আজ শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে এই পার্কের উদ্বোধন করেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
অধ্যক্ষ খালেদা খানমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সভাপতি আমিরুল ইসলাম রতন, জামায়াতে ইসলামীর আমির মাস্টার জাকির হোসেন, ইসলামী আন্দোলনের উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান, জাতীয় পার্টির সম্পাদক মোঃ মোতাছিন বিল্লাহ, বাংলাদেশ জাতায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ হারুন অর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে যোগ দেয় মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, ক্রিয়েটিভ স্কুল, শিশু পরিবার, সূর্যমুখি কিন্ডারগার্টেন, ওয়াদুল হক বাবুল মোল্লা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ভোলা থিয়েটারসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা। শুভকামনা জানান জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ইয়ারুল আলম লিটন, সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, সাবেক প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন। ভোলা সরকারি স্কুলের শিক্ষাথর্ী শিশু মনন রায় অর্ক জানায়, পার্কটি হওয়ায় তারা খুব খুশি। তালহা তালুকদার বাঁধন জানান, ভোলার জেলা শহরে শিশুদের জন্য পরিকল্পিত কোন পার্ক ছিল না। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় ছিল। কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদ জানান, ভোলার জন্য খুবই প্রয়োজন ছিল এমন একটি পার্কের। ভোলায় স্বাধীনতার পর জেলা প্রশাসকের বাসভবনের পাশে একটি শিশু পার্ক ছিল। পরবর্তিতে ওই পার্কে গড়ে ওঠে অফিসার্স ক্লাব ও লন-টেনিস খেলার মাঠ। ফলে শিশুদের জন্য আর কোন পার্ক গড়ে ওঠেনি।
বিডি প্রতিদিন/এএ