বগুড়ার কাহালু উপজেলায় চাঞ্চল্যকর রাকিব হত্যাকাণ্ডে জড়িত ফনি চন্দ্রকে (২৭) গ্রেফতার করেছে র্যাব। বুধবার বিকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম আবুল হাসেম এ তথ্য জানান।
গ্রেফতারকৃত ফনি চন্দ্র জেলার কাহালু উপজেলার শিবা-কলমা এলাকার প্রফুল্ল প্রামাণিকের ছেলে। এর আগে গত ৩০ আগস্ট কাহালু উপজেলার শিবা-কলমা গ্রামে নৃশংসভাবে খুন হন রাকিব। পরে ১ সেপ্টেম্বর কাহালু থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, আসামি ফনি চন্দ্র রংপুর জেলার মিঠাপুকুরের জায়গীরহাট এলাকায় আত্মগোপনে ছিলেন। র্যাব-১২ বগুড়া ও র্যাব-১৩ রংপুর ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকালে গ্রেফতার ফনি চন্দ্রকে কাহালু থানায় হস্তান্তর করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল