লক্ষ্মীপুর কলেজ রোড ক্রীড়া সংঘের উদ্যোগে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নেমেন্টের আয়োজন করা হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকার ৩২টি দল অংশগ্রহণ করবেন। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে প্রেস দ্যা মিট আয়োজন করে এ তথ্য নিশ্চিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ রোড ক্রীড়া সংঘের উপদেষ্টা মাহবুবুল আলম মামুন, হুমায়ুন কবীর জুয়েল, বদরুল আলম শ্যামল, ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রাজ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
আয়োজকরা জানায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এছাড়া জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ৪ জন খেলোয়াড় উপস্থিত থাকার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ