সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে উচ্ছ্বসিত হাওরাঞ্চলের নেতাকর্মীরা। প্রিয় নেতার মুক্তির খবরে এলাকা থেকে দলে দলে ঢাকার পথে কয়েক হাজার নেতাকর্মী। ভাটিবাংলা খ্যাত নেত্রকোনার মদন বাবরের নিজ উপজেলা।
আজ বৃহস্পতিবার দুপুরে জেল থেকে মুক্ত হচ্ছেন খবরে বুধবার রাত থেকেই নেতাকর্মীরা ছুটে চলেছেন ঢাকার কেরাণীগঞ্জের পথে।
মদনের নায়েকপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ রোমান জানান, নেতাকর্মীরা উচ্ছ্বসিত হয়ে নিজ দায়িত্বেই ছুটে চলেছেন এক নজর দেখতে। প্রায় ২০০ বাসে করে ১০ হাজারের মতো নেতাকর্মী ঢাকায় গিয়েছেন বলেও নিশ্চিত করেছেন তিনি।
এছাড়া তিনি জানান, নেতা কারামুক্ত হয়েই শহীদ জিয়ার করব জিয়ারত করবেন। সেখান থেকে যাবেন বনানীর নিজ বাসায়। পরে আগামী শনিবার দলীয় কার্যালয় পল্টনে যাবেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মদনের বিভিন্ন সড়কে নেতাকর্মীরা বাবরের অপেক্ষায় তোরণ নির্মাণ করেছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ