পরিবেশবান্ধব গ্রিন শহর নির্মাণের লক্ষ্যে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। যাতে পরবর্তী প্রজন্মকে সুন্দর বাসযোগ্য পৃথিবী উপহার দেওয়া যায়।
জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ রোধকল্পে প্লাস্টিক মুক্ত দিনাজপুর জেলা গড়ার লক্ষ্যে উক্ত কার্যক্রম একযোগে ৭টি ইউনিয়ন ও দিনাজপুর পৌরসভায় বাস্তবায়ন হচ্ছে।
চেহেলগাজী, উথরাইল, শশরা, শেখপুরা, সুন্দরবন ইউনিয়ন, দিনাজপুর পৌরসভা, আউলিয়াপুর ইউনিয়ন, ফাজিলপুর ইউনিয়নের জনগণকে সচেতন করে পরিবেশবান্ধব সবুজ গ্রাম-শহর গড়ে তোলার জন্য প্রচারাভিযানের মাধ্যমে আগ্রহী করে তোলাই হচ্ছে, এই কার্যক্রমের উদ্দেশ্য।
বুধবার দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে বর্জ ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ।
পৌরসভা শহর উন্নয়ন কমিটি, শিশু ও যুব ফোরামের সদস্যদের সহযোগিতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার দিনো দাস, ফিল্ড টিপি স্পেশালিস্ট কাজল কুমার দে, প্রোগ্রাম অফিসার সরেনন স্ট্যাল, সিনিয়র প্রোগ্রাম অফিসার ভিক্টোরিয়া বিশ্বাস, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিতা হালদার, শিশু সুরক্ষা কর্মকর্তা বিপ্লব ক্লেমেন্ট মন্ডল।
বিডি প্রতিদিন/এমআই