লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানকে বের করে দিয়ে পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর একটার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, স্থানীয় স্বেচ্ছাসেবকদল নেতা ইউপি সদস্য আব্দুল হান্নানের ইন্ধনে তার সহযোগী জাবেদের নেতৃত্বে ৮-১০ জন দলবদ্ধ হয়ে চেয়ারম্যানকে বের করে দিয়ে কার্যালয়ে তালা দিয়েছেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে হান্নান প্যানেল চেয়ারম্যান হতে চাইলে তা না হওয়ায় ক্ষোভে এ কান্ড ঘটিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী চেয়ারম্যান।
দুপুরে কার্যালয়ে যান চন্দ্রগঞ্জ ইউপির চেয়ারম্যান নুরুল আমিন। কিছুক্ষণ পর চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাবেদ হোসেনের নেতৃত্ব ৮-১০ জনের একটি দল ইউপি কার্যালয়ে আসে। এরপর চেয়ারম্যানকে গালমন্দ করে কার্যালয় থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন তারা। এ সময় ইউপি কার্যালয়ে আসা ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্রভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এ কারণে আওয়ামী লীগ আমাকে দল থেকে বহিষ্কারও করেছিল, কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়ে সেচ্ছাসেবকদলের নেতা ইউপি সদস্য হান্নান ( পাঁচপাড়া ১নং ওয়ার্ড) প্যানেল চেয়ারম্যান হতে চাইলে ব্যার্থ হন। হঠাৎ করে গেলো সপ্তাহে পরিষদের এক গ্রাম পুলিশ এর মাধ্যমে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা আমাকে (চেয়ারম্যান) কার্যালয়ে আসতে নিষেধ করেছিলেন। গত মঙ্গলবারও তারা কার্যালয়ে এসে বিভিন্ন ব্যানার- ফেস্টুন ছিঁড়ে ফেলে। এদিন হান্নানের ইন্ধনে ওই দলের তার অনুগত জাবেদ হোসেন ও মইনুল আমাকে কার্যালয় থেকে বের করে দিয়ে আর কখনো কার্যালয়ে না আসতে হুমকি দেন। বের না হতে চাইলে তারা আমার দিকে তেড়ে আসেন।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল হান্নান বলেন, ‘নানা অনিয়ম (প্রকল্প আত্মসাৎ ও হোল্ডিং ট্যাক্স নিয়ে) দুর্নীতি করেছে চেয়ারম্যান। আমি প্রতিবাদ করায় আমার মাকে গালমন্দ করেছে সে, এজন্য তাকে পরিষদ থেকে বের করে দিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, নিজেদের (চেয়ারম্যান- মেম্বার) মধ্যে ঝামেলা শুনেছি, ওসিকেও তারা জানিয়েছেন বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/নাজমুল