মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ূম উদ্দিন চৌধুরীকে পুনর্বহালের দাবিতে গণঅধিকার পরিষদ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শ্রীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি হাজী আহসান হাবিব শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নূর আলম মোল্লা।
আরও উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের উপদেষ্টা হাজী ইউনুচ মৃধা, সিনিয়র সহ-সভাপতি শেখ মো. ফারুক, সহ-সভাপতি রিপন শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. দিদার, মো. সোহাগ শেখ ও মো. রাসেল, আব্দুর রহমান, ওহাব দেওয়ান, নাদিরসহ প্রায় অনেকেই।
মানববন্ধনে অংশগ্রহণকারী বলেন, শ্রীনগর থানা থেকে মামলার এজাহারভুক্ত আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। সেই সাথে শ্রীনগর থানার ওসি কাইয়ূম উদ্দিন চৌধুরীকে পুনর্বহালের জোর দাবি জানান তারা।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে শ্রীনগর থানা থেকে একটি মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য তরিকুল ইসলামকে ছিনিয়ে নেয় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এ সময় থানার একটি কক্ষ ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
পর দিন শনিবার পুলিশ বাদী হয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে। রাতে আসামি তরিকুলকে ফের গ্রেফতার করে পুলিশ। এদিন রাতেই শ্রীনগর থানার ওসিকে প্রত্যাহার করে মুন্সিগঞ্জ জেলা পুলিশ লাইনে রাখা হয়।
বিডি প্রতিদিন/এমআই