কুড়িগ্রামে শীতের তীব্র দাপট ও হিমেল বাতাসে ব্যাহত হয়ে পড়েছে জনজীবন। কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন পেশার শ্রজীবি খেটে খাওয়া মানুষজন। সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
মৃদু শৈত্য প্রবাহ বইছে এ জেলায় বলে জানান আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।
দুপুরের পর সূর্যের মুখ দেখা গেলেও উত্তাপ না থাকায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। অতিরিক্ত ঠান্ডায় কাতর হয়ে পড়েছে উত্তরের এ জনপদ।অনেকেই খড়কুটো জ্বালিয়ে সকাল থেকেই আগুনে উত্তাপ নেয়ার চেষ্টা করছেন।কুয়ুাশার কারনে দিনের বেলায়ও হেড লাইট জ¦ালিয়ে যান চলাচল করছে।আবহাওয়ার এ পরিবর্তনের কারণে হাসপাতালগুলোতে প্রতিদিন ক্রমেই বাড়ছে ঠান্ডাজনিত রোগী। সদরের জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়,প্রতিদিন ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগী প্রায় অর্ধশতাধিক রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
বিডি প্রতিদিন/এএম