পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, নিরপরাধ জেলবন্দী বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিচ্যুত সকল সদস্যের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম বিডিআর কল্যাণ পরিষদ।
রবিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন করেন বিডিআর কল্যাণ পরিষদের সদস্যরা।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন চাকরিচ্যুত বিডিআর সদস্য সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম ও বিডিআর সদস্যের পরিবারের সদস্যরা।
বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেরুয়ারি পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ডে বিদ্রোহের নামে প্রহসনের বিচারের মাধ্যমে ১৮ হাজার ৫১৯ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে চাকরিচ্যুত করা হয়। প্রায় ৮ শতাধিক বিডিআর সদস্য কারাগারে মৃত্যুর প্রহর গুনছে। অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/এমআই