চাকুরিচ্যুত বিডিআরদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে ফরিদপুর মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে প্রেস ক্লাবের সামনে ফরিদপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিডিআর কল্যাণ পরিষদের আহবায়ক মো. সুলতান আহমেদের সভাপতিত্বে তিন দফা দাবি আদায়সহ চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন বিডিআর সদস্য শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুল মমিন, আব্দুল হান্নান, মোঃ নান্নু মিয়া, আবুল কালাম আজাদ প্রমূখ। পরে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বক্তারা বলেন, বিগত ১৬ বছর যাবত শেখ হাসিনা সরকারের আমলে তাদের বেআইনিভাবে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। এই ১৬ বছর আমরা মানবতার জীবনযাপন করছি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই আমাদের অন্যায়ভাবে চাকরি থেকে বহিষ্কার করেন এবং বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করে। শুধু তাই নয়, আমাদের সহকর্মীদের মিথ্যা মামলায় দিনের পর দিন কারাবরণ করতে হযেছে। প্রায় ১৫৭ জন বিডিআর সদস্যদের ফাঁসি হয়েছে এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়ছে।
বিডি প্রতিদিন/এএ