কাহারোল উপজেলায় খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সপ্তাহে পাঁচ দিন এ কার্যক্রমের আওতায় একজন চাল ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি চাল ক্রয় করতে পারবেন বলে জানায় কাহারোল উপজেলা খাদ্য বিভাগ।
রবিবার সকাল সাড়ে ১০টায় কাহারোল উপজেলা সদরে শ্যামলী মার্কেটে খোলা বাজারে চাল বিক্রি(ওএমএস) কার্যক্রম এর উদ্বোধন করেন, সহকারি কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাহীন রানা, উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, যুবদল নেতা মো. ইসমাঈল হোসেন, মো. ওমর ফারুক গোল্ডেন, সাংবাদিক সোহাগ ও রশিদুল ইসলাম, ডিলার মিলন দেব, গোলাম মোস্তফা মানিকসহ অন্যান্যরা।
কাহারোল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাহীন রানা জানান, সরকারের খাদ্য মন্ত্রণালয়ের আওতায় এবং উপজেলা খাদ্য বিভাগের বাস্তবায়নে অত্র উপজেলা সদরের দুইজন ওএমএস ডিলারের মাধ্যমে প্রতিদিন চাল বিক্রি করা হবে। প্রতিদিন একজন ডিলার এক মেট্রিক টন করে চাল সরকারি খাদ্য গুদাম থেকে উত্তোলন করে বিক্রয় করবেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন