গণশুনানি ছাড়া প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ, মানববন্ধন-সমাবেশ ও নেসকো অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে সাধারণ বিদ্যুৎ গ্রাহক ফোরাম।
রবিবার সকালে নগরীর শাপলা চত্বরে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন বিদ্যুৎ গ্রাহক আহসানুল আরেফিন, মোখলেছার রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদী হাসিনা ও তার পরিবার বিদ্যুৎ খাতে লাখ লাখ কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার করে দুর্নীতির মাধ্যমে কেনা নিম্নমানের ভুয়া প্রি-পেইড মিটার জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা ২৬ হাজার কোটি টাকা দিয়ে প্রি-পেইড মিটার কিনে ১৫ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। এখন জনগণকে জোরপূর্বক প্রি-পেইড মিটার ব্যবহার করতে বাধ্য করে সেই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে নেসকো কর্তৃপক্ষ।
এরপর বিদ্যুৎ গ্রাহকদের একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নেসকো কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে। অবিলম্বে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন গ্রাহকরা।
এ ব্যাপারে নেসকো’র নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেনের সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান।
বিডি প্রতিদিন/এমআই