করোনা ও এমপক্সের পর এবার ভারতে দুজন শিশুর শরীরে নতুন ভাইরাস হিউম্যান মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি) ধরা পড়েছে। সংক্রমণ রোধে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশনে সতর্কাবস্থা জারি করে স্থাপন করা হয়েছে মেডিকেল ক্যাম্প।
শনিবার সকাল থেকে ৫ সদস্যের মেডিকেল টিম কাজ করছে ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনে। ভারত থেকে আসা সন্দেহজনক যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যান দিয়ে শরীরের তাপমাত্রা ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
সম্প্রতি চীন এবং পার্শ্ববর্তী দেশ ভারতে তৃতীয় শ্রেণি ও অষ্টম শ্রেণির দুজন শিশুর শরীরে দেখা দিয়েছে ভাইরাসটি।
এ থেকে সুরক্ষায় শনিবার সকাল থেকে ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রী ও আমদানিকৃত পণ্য পরিবহনের সকল ট্রাক ড্রাইভার ও হেল্পারকেও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। মাস্ক পরাসহ বিভিন্ন সচেতনমূলক পরামর্শ দেওয়া হচ্ছে। ভোমরা কাস্টমস ইমিগ্রেশনের এ ধরনের উদ্যোগে ভ্রমণকারীরাও বেশ খুশি।
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের মেডিকেল টিমের ইনচার্জ সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের স্বাস্থ্য পরিদর্শক ডা. আব্দুস শহিদ জানান, করোনা ও এমপক্সের পর সম্প্রতি ভারতে দুজন শিশুর শরীরে নতুন ভাইরাস হিউম্যান মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি) সংক্রমণ রোধে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম ভোমরা ইমিগ্রেশনে কাজ করছে। ভারত থেকে আসা সকল পাসপোর্টধারী যাত্রী ও আমদানিকৃত পণ্যবাহী সকল ট্রাকের চালক ও হেল্পারদের হ্যান্ড থার্মাল স্ক্যান দিয়ে শরীরের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে আছে কিনা নির্ণয় করা হচ্ছে এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। পাসপোর্টধারীদের স্বাস্থ্য পরীক্ষা, মাস্ক পরা, নিরাপদ দূরত্ব বজায় রাখা, সর্দি, কাশি ও জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে। একইসাথে পাসপোর্ট নম্বর ও নাম লিপিবদ্ধ করা হচ্ছে।
তিনি আরও জানান, কারও শরীরের তাপমাত্রা যদি ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি পাওয়া যায়, তাহলে তাদেরকে কোয়ারেন্টাইনের জন্য স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল