ময়মনসিংহের ভালুকায় বিএনপির পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও ছিন্নমূল শীতার্ত পাঁচ শতাধিক ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার উথুরা ইউনিয়ন ও ভরাডোবা ইউনিয়নে এসব কম্বল বিতরণ করা হয়।
ময়মনসিংহ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল এসব কম্বল বিতরণ করেন।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী কমান্ডার, মেদুয়ারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজ্জাক খান, ভরাডোবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম আকন্দ, ভালুকা পৌর স্বেচ্ছাসবেক দলের আহ্বায়ক আবুল বাসার, উথুরা ইউনিয়ন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম ফকির, জেলা যুবদলের সদস্য সানাউল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোকসেদুল ইসলাম ইকবাল, উপজেলা যুবদল নেতা মামুন ফকির, উথুরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিফাত মিয়াসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ জজ কোর্টোর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল জানান, বিএনপির পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও ছিন্নমূল শীতার্ত পাঁচ শতাধিক ব্যক্তির হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেকটা ইউনিয়নে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই