‘ডোনেট ব্লাড সেভ লাইফ’ শিরোনামকে ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) দক্ষ বাঁধন কর্মী তৈরি, বাঁধন কার্যক্রমে উদ্বুদ্ধকরণসহ দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে বাঁধনের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাঁধনের বিভাগীয় জোন-১ এর আয়োজনে এবং বশেমুরকৃবি বাঁধনের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মশালা শনিবার বশেমুরকৃবির বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আঞ্চলিক কর্মশালায় অংশগ্রহণ করেন বাঁধনের বিভাগীয় জোন-১ এর আওতাধীন ১০টি ইউনিটের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। কর্মশালায় সভাপতিত্ব করেন বাঁধনের বিভাগীয় জোন-১ এর আহবায়ক আশিক আল মেহেদী হৃদয় এবং সঞ্চালনা করেন বাঁধনের বিভাগীয় জোন-১ এর সদস্য-সচিব শেখ সাইফুল্লাহ। আঞ্চলিক এ কর্মশালায় কী-নোট স্পিকার ছিলেন বশেমুরকৃবির মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মেহেদী হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি মোঃ গোলাম গাজী এবং উপদেষ্টা মেহেদী হাসান।
কর্মশালার শুরুতে ভাইস-চ্যান্সেলর বাঁধন, বশেমুরকৃবি শাখার কক্ষ শুভ উদ্বোধন করেন। পরে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
বিডি প্রতিদিন/এএ