বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বৃহস্পতিবার বাদ আসর বগুড়া জেলা মহিলা দলের উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহজাদি লায়লা আরজুমান।
উপস্থিত ছিলেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার। সাংগঠনিক সম্পাদক রহিমা খাতুন মেরি, সহসভাপতি শামীমা আকতার পলিন, শেফালী হক নিলুফা, কহিনুর আকতার কুদ্দুস, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সায়লা ইসলাম মুক্তা, সহমিনা আকতার রুমা, সহ সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, সদর উপজেলা সভাপতি হাজেরা বেগম, দপ্তর সম্পাদক সোহেলী মাহমুদ, শহর শাখার সাধারণ সম্পাদক রঞ্জনা বেগম সিলভা গোলাপি, আয়শা বেগম, মিনারা বেগম প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন