ঝালকাঠির বাসন্ডা ইউনিয়নে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকালে বাসন্ডা ইউনিয়ন পরিষদ হলরুমে এ উৎসব আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে কর্মশালা, চিত্রাংঙ্কন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগীতায় প্রায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বাসন্ডা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামিম আজাদ, বাসন্ডা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক এস এম রেজাউল করিম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফেরদৌসি।
প্রতিযোগী শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশে তারুন্যের ভাবনা তুলে ধরেছেন রং তুলিতে। উপস্থিতভাবে বিভিন্ন বিষয় কুইজ প্রতিযোগীতায় অংশ নেন গ্রুপ ভিত্তিক। প্রতিযোগীতায় প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।
বিডি প্রতিদিন/আশিক