বান্দরবানের লামা উপজেলায় নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগের’ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, ছাত্রলীগের লামা পৌর শাখার সাবেক সভাপতি বিপ্লব কান্তি নাথ এবং উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াছ পারভেজ।
আজ বৃহস্পতিবার ৯ জানুয়ারি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন জানান, বৃহস্পতিবার লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেফতারকৃতদের হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে বান্দরবান কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওসি জানান, এই মামলায় অভিযুক্ত অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, গত ৪ জানুয়ারি উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে গ্রেফতারকৃতসহ আরও কয়েকজন মিলে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। এই উদযাপনের ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার লামা থানার উপ পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫/৬ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/জামশেদ