নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত ছায়েদর হকের ছেলে কামরুল হাসান কামালের বিরুদ্ধে ভাড়াটিয়া সেজে বাড়ি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন একই উপজেলার গোপালপুর ইউনিয়নের মৃত আমিনুলের ছেলে প্রবাসী হানিফ। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী সদর উপজেলার মাইজদী বাজার ভূমি অফিস সংলগ্ন আফিয়া সেন্টারের নিচতলায় আয়োজি সংবাদ সম্মেলনের এমন অভিযোগ করা হয়।
এ সময় প্রবাসী মো. হানিফ জানান, তিনি বিদেশে কষ্টার্জিত অর্থে ২০০২ সালে মাইজদী বাজারের উত্তর পাশে ভূমি অফিস সংলগ্ন স্থানে ৭ শতাংশ জায়গা ক্রয় করে ২০০৮ সালে ৪ তলা একটি বাড়ি নির্মাণ করেন। তখন বাড়িটি ভাড়া দেওয়া হয়। পরবর্তীতে ২০০৯ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গঠনের পর চাঁদাবাজদের অত্যাচারে তার শ্বশুর আবদুর রব (বাড়ি তত্ত্বাবধায়ক) বাড়িটি তালাবদ্ধ করে চলে যান। ৩ বছর পর ২০১২ সালে অভিযুক্ত মো. কামরুল হাসান কামাল হাসপাতাল স্থাপনের কথা বলে মাসিক ৪৫ হাজার টাকা হারে ১০ বছরের জন্য বাড়িটি ভাড়া নেন। ভাড়ার টাকা প্রত্যেক মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও এখন পর্যন্ত একটি টাকাও পরিশোধ করেনি কামাল । উল্টো ভবনের একটি ফ্ল্যাট দখল করে রেখেছেন। বর্তমানে ভাড়ার টাকা চাইলে ও ফ্ল্যাট ছেড়ে দিতে বললে উল্টো হুমকি দিচ্ছে কামাল ও তার সন্ত্রাসী বাহিনী। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানান প্রবাসী মো: হানিফ। এ সব বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সুধারাম থানা ও সেনা বাহিনীর কাছে অভিযোগ দিলেও কোন সুরাহা হচ্ছেনা।
এ বিষয়ে অভিযুক্ত কামরুল হাসান কামালের কাছে জানতে চাইলে তিনি জানান, মোঃ হানিফের শ্বশুরের সাথে তার আর্থিক লেনদেন রয়েছে। তিনি এই বাড়িটির পেছনে অনেক অর্থ ব্যয় করেছেন। তাই তিনি এই বাড়ি ছেড়ে এখনো যাচ্ছেন না। তবে তিনিও বিষয়টির সমাধান চান।
এ বিষয়ে নোয়াখালী সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, বাড়ির দখলের একটা অভিযোগ আমাদের কাছে এসেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএ