বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে ২ হাজার দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদরের বেশরগাতি গ্রামে এসব শীতবস্ত্র বিতরণ করেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। লতিফ মাস্টার ফাউন্ডেশনের সভাপতি কহিনুর খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ব্যারিস্টার মো. গোলাম সরোয়ার ভূঁইয়া, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির হোসেন, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাসেল আহমেদ, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মইনুল ইসলাম, খুলনা বিভাগীয় প্রতিনিধি মিনহাজুল ইসলাম সম্পদ, বাগেরহাট জেলা পরিষদ সচিব ঝুমুর বালা, বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার হাবিবুর রহমান প্রমুখ।
বেশরগাতি গ্রামের প্রাক্তন শিক্ষক মরহুম লতিফুর রহমানের দুই ছেলে যুগ্ম সচিব ড. ফরিদুল ইসলাম ও সাবেক ছাত্রদল নেতা আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলুর সহায়তায় এলাকার সামাজিক মানবিক ধর্মীয় কর্মকান্ড পরিচালনাসহ শিক্ষার মান উন্নয়নে কাজ করে চলেছে লতিফ মাস্টার ফাউন্ডেশন।
বিডি প্রতিদিন/এএ