বরিশালের অংশীজনের সাথে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন মতবিনিময় সভা করেছে। বৃহস্পতিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সভাকক্ষে মতবিনিময় সভা হয়। সভায় স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য এম এম রেজা, অধ্যাপক ডা. নায়লা জামান খান, ড. সৈয়দ মো. আকরাম হোসেন উপস্থিত ছিলেন।
এসময় এম এম রেজা বলেন, স্বাস্থ্যখাতকে জনমুখী ও সর্বজনগ্রাহ্য করতে সেবার মান বাড়ানো এবং আর্থিকভাবে অসচ্ছলদের স্বাস্থ্য সেবার আওতায় নিয়ে আসতে হবে। এটা না করতে পারলে কিছু লোক হয়তো উন্নত চিকিৎসাসেবা পাবে কিন্তু একটি বড় সংখ্যক মানুষ এ সেবা পাবে না।
অংশগ্রহণকারীদের মতামতের প্রেক্ষিতে তিনি বলেন, আমরা এখানে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছি। আমাদের ওপর কারো চাপ নেই। তাই এবার স্বাস্থ্যখাত সংস্কারে সেবাদানকারী ও সেবাগ্রহণকারীদের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটবে।
অংশগ্রহণকারীদের বক্তৃতায় স্বাস্থ্যসেবা প্রদানকারী সরকারি প্রতিষ্ঠানগুলোর সেবা প্রদানে সীমাবদ্ধতার ক্ষেত্রগুলো ও চিকিৎসা উপকরণের স্বল্পতা দূর করার বিষয়টি উঠে আসে। একই সাথে স্বাস্থ্যখাতের মাঠপর্যায় ও কেন্দ্রীয় পর্যায়ে দুর্নীতি বন্ধে করণীয়, মেডিকেল ও নার্সিং কলেজসহ স্বাস্থ্যশিক্ষার ক্ষেত্রে ছাত্র-শিক্ষক অনুপাত মানসম্মত স্তরে আনা, চিকিৎসকদের সঠিকসময়ে পদোন্নতি ও স্বাস্থ্যখাতে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ বন্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে জানানো হয়। এছাড়া, সরকারি হাসপাতালগুলোর জরুরি বিভাগের মতো প্যাথলজি ও রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা ২৪ ঘণ্টা চালু রাখা এবং হাসপাতালগুলো দালালমুক্ত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ফয়জুল বাশার প্রমুখ।
এছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মেট্রোপলিটন ও জেলা পুলিশের প্রতিনিধি, বিভিন্ন জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্যসেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী, পেশাজীবী চিকিৎসক সংগঠন, সুশীল সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং মেডিকেল ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন