নোয়াখালী সদর উপজেলার ২০নং আন্ডার চর ইউনিয়নের জামালের মোড় এলাকায় গভীর রাতে স্থানীয় বিএনপি অফিসসহ চারটি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে মালামালসহ বহু ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনায় থানা পুলিশের পাশাপাশি সদর উপজেলা বিএনপির সভাপতি সলিমুল্লাহ বাহার হিরন চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কে বা কারা জামালের মোড়ে অবস্থিত বিএনপির ক্লাবসহ মোট চারটি দোকানে অগ্নিসংযোগ করে। এ সময় দোকানের পাশে থাকা মসজিদের ইমাম আগুনের লেলিহান দেখে দোকানের মালিকদের ফোন দিলে তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই সব ক’টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া স্থাপনার মধ্যে রয়েছে- আবু তাহেরের মুদি দোকান, খালেকের চা দোকান, মিজানুর রহমানের ওষুধ ফার্মেসি ও স্থানীয় বিএনপি অফিস।
ভুক্তভোগী ব্যবসায়ীরা বলেন, দোকানের এই ব্যবসা দিয়ে তারা জীবিকা নির্বাহ করতেন। এই অগ্নিসংযোগ বৈদ্যুতিক সার্কিট থেকে হয়নি। এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হয়েছে। এ ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করেন তারা।
২০নং আন্ডার চর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মাঝি বলেন, আব্দুল ওহাব ও তার ভাইদের সাথে আমাদের পূর্ব শত্রুতা রয়েছে। তারই জের ধরে তারা আমাদের বিএনপির ক্লাব ও দোকানপাটে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই।
বিডি প্রতিদিন/একেএ