ফরিদপুরের ভাঙ্গায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে ভাঙ্গা পৌরসভা আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভাঙ্গা পৌরসভা আয়োজিত অনুষ্ঠানটি পৌরসভা মিলনায়তনে সকাল ১১ টার দিকে শুরু হয়।
কর্মশালায় ভাঙ্গা মহিলা ডিগ্রী কলেজ, ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজ, ভাঙ্গা সরকারি মডেল পাইলট হাই স্কুল, কাজী শামসুন্নেসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও পীরের চর হাই স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন ভাঙ্গা পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. কাওসার মাতুব্বর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও ভাঙ্গা পৌর প্রশাসক মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভাঙ্গা উপজেলার সমন্বয়ক মো. আশরাফ শেখ, ভাঙ্গা উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা এহছানুল হক রাফি, ভাঙ্গা মহিলা কলেজের সহকারী অধ্যাপক দিলীপ দাস প্রমুখ। কর্মশালায় শিক্ষার্থীরা ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক বিষয়ের উপর ভিত্তি করে পোস্টার তৈরি এবং নতুন বাংলাদেশ গড়ার উপর আলোচনায় অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/জামশেদ