মুন্সিগঞ্জের পদ্মা সেতু (উত্তর) থানা এলাকায় পুলিশের অভিযানে ৩৬ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (০৭ জানুয়ারি) ভোরের দিকে জেলার কুমার ভোগ ইউনিয়নের কুমার ভোগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—স্বাধীন (২২), এবং মোঃ হাকিম মীর (২২)।
পদ্মা সেতু (উত্তর) থানার অফিসার ইনচার্জ রেঞ্জার জানান, গ্রেফতারকৃত আসামিদের থানায় হেফাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।