বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচর শুঁটকি পল্লীতে মোস্তফা শেখ (৫২) নামে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে মারা যান তিনি।
মৃত জেলে দুবলা শুঁটকি পল্লীর শ্যালার চরের মহাজন লিটন মোল্লার ডিপোতে শুঁটকি প্রক্রিয়ার কাজ করতেন। মোস্তফা বাগেরহাটের রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামের আহম্মদ আলী শেখের ছেলে।
বাগেরহাটের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার দিলীপ মজুমদার জানান, প্রচণ্ড শীতে কোল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান জেলে মোস্তফা শেখ। সকালে তার মরদেহটি ট্রলারযোগে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই