কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের (কুতুবদিয়াপাড়া-নাজিরারটেকপাড়া) ১২ হাজার পরিবারকে উচ্ছেদ পরিকল্পনা বাতিল এবং স্থায়ী বন্দোবস্ত পাওয়ার দাবিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯ থেকে ১২ টা পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে হাজার হাজার নারী-পুরুষ ও শিশু।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, সাবেক পৌর কাউন্সিলর জিশান উদ্দিন ও আকতার কামাল, আবুল বশর রহদ্দার ও এজাবত উল্লাহ কুতুবী। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এর আগে সকাল থেকে কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ড থেকে হাজার হাজার নারী-পুরুষ মিছিল নিয়ে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হয়। এ সময় তারা বিভিন্ন শ্লোগান ও ফেস্টুন বহন করে।
‘উচ্ছেদ পরিকল্পনা বাতিল এবং স্থায়ী বন্দোবস্তের দাবিতে ১ নং ওয়ার্ডবাসী’ এই ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আহ্বায়ক আবুল বাশার বহদ্দার জানান, ‘এই ওয়ার্ডে ৬০ হাজার মানুষের বসবাস। রয়েছে দেশের বৃহৎ শুটকি পল্লী, ৪টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, ৪টি দাখিল মাদরাসা, ১টি কওমী মাদরাসা, ১১টি প্রাথমিক ও ইবতেদায়ী মাদরাসা, ৮টি হিফজ মাদরাসা, ৪টি নুরানী মাদরাসা, ২৪টি কবরস্থান, ১টি মন্দির, ২০টি প্রাথমিক শিক্ষাকেন্দ্র, সমবায় মন্ত্রণালয়ের ১২টি রেজিস্ট্রেশনভুক্ত সমিতি, ৯টি বাজার ও ৩টি ব্যাংকের শাখা। উচ্ছেদ করলে হাজার হাজার মানুষ উদ্বাস্তু হবে।’
মানববন্ধন ও অবস্থান কর্মসূচির যুগ্ন আহ্বায়ক এজাবত উল্লাহ কুতুবী জানান, ‘বিশাল জনগোষ্ঠী সমৃদ্ধ এই এলাকাকে জনশূন্য করে একটি সংস্থাকে বরাদ্দ দেয়ার চেষ্টা চলছে। কিন্তু ৪৪ বছর ধরে বসবাসরত এই এলাকার মানুষ তা মেনে নেবে না।’
বিডি প্রতিদিন/জামশেদ