বায়ুদূষণ রোধে শেরপুর সদর ও নকলা উপজেলায় অবৈধ ১১টি ইটভাটায় ৬৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। পাঁচটি ইটভাটা ভেঙ্গে বন্ধ করে দিয়েছে ওই আদালত। পরিবেশ অধিদপ্তর বলছে আইন না মেনে ইটভাট চলানো ও পরিবেশ রক্ষায় এই অভিযান চলবে।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনব্যাপী সদর উপজেলায় তিনটি ও নকলা উপজেলায় আটটি ইটভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারি সচিব আব্দুল্লাহ আল মামুন।
সদর উপজেলার তিনটি ও নকলা উপজেলায় সাতটি ভাটায় ছয় লাখ করে ও একটি ভাটায় পাঁচ লাখ টাকাসহ মোট ৬৫ লাখ টাকা নগদ জরিমানা আদায় করা হয়।
এ সময় শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক নূর কুতুবে আলম সিদ্দীকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ