ময়মনসিংহের ভালুকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন এসব কম্বল বিতরণ করেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের মাঝে ৫০০ কম্বল বিতরণ করা হয়। এ ছাড়া একটি এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয় ১০০ কম্বল।
মোস্তাফিজুর রহমান মামুন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভালুকা উপজেলায় কম্বল বিতরণ কার্যক্রম হাতে নিয়েছি। হবিরবাড়ি ইউনিয়নের বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়ের মাঝে পাঁচশ কম্বল ও একটি এতিমখানা মাদ্রাসায় একশ কম্বল বিতরণ করেছি। গোটা উপজেলায় ১০ হাজার কম্বল বিতরণ করার উদ্যোগ হাতে নিয়েছি।
বিডি প্রতিদিন/এমআই