নরসিংদী রেলওয়ে স্টেশনে হাসিনার দোষরদের চাঁদাবাজি বন্ধ, অবৈধ দখলদার উচ্ছেদ ও আন্তনগর ট্রেন যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করা হয়েছে। এসময় অবৈধ দখলদার উচ্ছেদ ও আওয়ামী ফ্যাসিষ্ট চাঁদাবাজদের গ্রেফতারের দাবি জানানো হয়। একই সাথে নরসিংদীতে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানানো হয়।
মঙ্গলবার দুপুরে এলাকাবাসীর ব্যানারে নরসিংদী রেলওয়ে স্টেশনের প্লাটফরমে এ মানববন্ধন করা হয়। বিএনপির নেতাকর্মীসহ এলাকার কয়েশ মানুষ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সদস্য ও যুবদল নেতা মাহমুদ হোসেন সুমন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য দীপক বর্মন প্রিন্স, নরসিংধী শহর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান উজ্জল, নরসিংদী সরকারী কলেজের সাবেক জি এস শরীফ আহাম্মেদ, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, তৌফিকুল ইসলাম সোহাগ, নাজমুল সরকার, ডালিম ভূইয়া, আরিফ মীর প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল