সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানির পলিসি গ্রহণ করে সফলভাবে মেয়াদ উত্তীর্ণ করায় বান্দরবানের গৃহিণী ভানরুন ময় বমকে ৩ লাখ ১২ হাজার ৬৭৫ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার ভানরুন ময় বম এর বাড়িতে এসে চেক হস্তান্তর করেন কোম্পানির রাঙামাটি শাখা অফিসের ইনচার্জ ফরিদা বেগম।
কোম্পানির রাঙামাটি শাখার হিসাব ইনচার্জ হোসেন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
ভানরুন ময় বম ২০১৪ সাল থেকে প্রতিমাসে ২ হাজার টাকা করে সঞ্চয় শুরু করেন। ২০২৪ সালের জুলাই মাসে পলিসির মেয়াদ পূর্ণ হওয়ার তাকে বেনিফিটসহ চেক প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ