বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জুনে মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।’ আমরা একটি শেষ সময়সীমা পেয়েছি। ধরে নিতে পারি যে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন হচ্ছে।’
আজ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নে একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রুমিন বলেন, ‘আমরা মনে করি নির্বাচন যত দ্রুত হবে, দেশটা তত স্থিতিশীলতার দিকে যাবে। আপনারা দেখছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি যে কোন কিছুই কিন্তু এই অস্থায়ী সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই একটা নির্বাচন হওয়া নিয়ে মানুষ খুব আশা নিয়ে তাকিয়ে আছে। নির্বাচিত সরকার কবে আসবে, মানুষ কবে ভোট দিতে পারবে, যত দ্রুত হয় ততই ভালো।’
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কাজগুলো করতে না পারার কারণ হচ্ছে দীর্ঘ ১৫ বছর একটা দু:সহ অবস্থার মধ্যে ছিল দেশ। সেখান থেকে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হয়েছে। আমরা শুরুতে শুনেছিলাম পুলিশ প্রশাসন সেভাবে সহযোগিতা করছে না। এখনো মনে হয় বিষয়গুলো স্থিতিশীল পরিস্থিতিতে আসেনি। দেশি-বিদেশি বিনিয়োগও সেভাবে হচ্ছে না। কারণ এই সরকারের মেয়াদ কতটা বা কতদিন মানুষের মধ্যে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাই নানা কারণে অবস্থা খুব বেশি স্থিতিশীল না।’
তিনি আরও বলেন, ‘এই সরকার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে পারবে কিনা জানিনা। তবে বাংলার মাটিতে সত্যিকার অর্থেই এই গুম এবং নির্বিচারে মানুষ হত্যার বিচার হবে। এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত, তাদের কারো কোন রেহাই নেই বলে আমি বিশ্বাস করি।’
বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা মনেকরি বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা হওয়াটা ভীষণ প্রয়োজন। তাকে কিভাবে ধীরে ধীরে বিগত সরকার মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তাকে চিকিৎসা করতে দেয়নি। বিদেশে যেতে দেয়নি। চিকিৎসকেরা বলেছিলেন, বাংলাদেশে তার কোন সু-চিকিৎসা হওয়ার উপায় নেই। দীর্ঘ সময় উনি দেশের বাইরে যেতে পারেন নি। আশা করছি, উনি দ্রুত সুস্থ হয়ে আবার তার নেতাকর্মী এবং মানুষের মাঝে ফিরে আসবেন।’
তিনি বলেন, ‘মাইনাস টু ফর্মুলা যদি কেউ চেষ্টা করে থাকে, সেটি বাংলাদেশের সফল হবে না। অতীতেও হয়নি, এখনো হবে না, ভবিষ্যতেও হবে না।’
এ সময় তার সঙ্গে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ