মুন্সিগঞ্জের গজারিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা বিএনপির সদস্য সচিব মো. কামরুজ্জামান রতনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের মেঘনা ঘাটে এসব শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
বালুয়াকান্দী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বালুয়াকান্দী ইউনিয়নের নূরে জান্নাত, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম ভিপি মাসুম, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু।
আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুন্না, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী (মোহন), উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী, উপজেলা যুগ্ম আহ্বায়ক মাসুদ ফারুক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএম জালাল রীমু, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জসিম উদ্দিন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান হারুন অর রশিদের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শরীফ হোসেন, দেলোয়ার হোসেন সরকার (দুলাল), মোকলেস দেওয়ান, ওয়াসিম ও সুজন দেওয়ান প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই