পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের মুদি মনোহরি ব্যবসায়ী শিবানন্দ রায় বণিককে (৭৬) অপহরণের ৫২ ঘণ্টা পর উদ্ধার করেছে প্রশাসন। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমার কচুয়া গ্রাম থেকে র্যাব ও পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। উদ্ধার কাজে নেতৃত্বে দেন বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম।
প্রশাসন ব্যবসায়ী শিবানন্দ রায় বণিককে ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করেন।
ওসি আতিকুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির সাহায্যে শিবানন্দ রায় বণিককে অক্ষত উদ্ধার করা হয়েছে। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। এ বিষয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিকদের অনুষ্ঠানিকভাবে জানাবেন।
জানা যায়, শিবানন্দ রায় বণিক ওই বন্দরের একজন বড় ব্যবসায়ী। তিনি চাল, ডাল, আটাসহ বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রেতা। গত শুক্রবার সারা দিনের বিকিকিনির হিসাব বুঝে নিয়ে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। রাত সোয়া ১০টার দিকে ৮-১০ জনের একটি মুখোশধারী দল দোকানে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে শিবানন্দ রায় বণিকসহ দোকান কর্মচারী শংকর (৩৪) ও তাপস (৩৫) নামে দুই জনকে বেঁধে ফেলে ডাকাতরা। পরে তারা দোকানের ক্যাশ বাক্সে থাকা ‘পাঁচ লক্ষাধিক’ টাকা লুট করে নিয়ে যায়। এক পর্যায়ে শিবানন্দকে বেঁধে দ্রুতগামী ট্রলারে উঠিয়ে অপহরণ করে। এ খবর ছড়িয়ে পড়লে ওই বন্দরের পাঁচ শতাধিক ব্যবসায়ী আতঙ্কিত হয়ে পড়েন। তারা জড়ো হয়ে শিবাননন্দ বণিককে দ্রুত উদ্ধারের দাবি জানান।
এ ঘটনার প্রতিবাদে বন্দরের ব্যবসায়ীরা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করে।
বিডি প্রতিদিন/জামশেদ