বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, সংস্কারের নামে নির্বাচন ঝুলিয়ে রাখলে জনগণ তা মেনে নেবে না। ১৫ বছর এ দেশের ছাত্র জনতা লুটেরা গণতন্ত্র হত্যাকারি হাসিনার কারণে ভোট দিতে পারেনি। অবিলম্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দ্রুত সংস্কারের কাজ শেষ করে নির্বাচন দিতে হবে।
আজ শনিবার সন্ধ্যায় বাগআঁচড়া, কায়বা গোগা এবং পুটখালি ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব এ কথা বলেন।
এ সময় বাগআঁচড়া বিএনপি নেতা আবদুল কুদ্দুস, মিঠু, কায়বা ইউনিয়ন বিএনপির কুদ্দুস চেয়ারম্যান, তাজউদ্দীন, গোগা ইউনিয়ন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান ছোট, পুটখালি ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, আবদুল গফফার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল