৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে ২৫ জন শিশু কিশোর উপহার পেলেন ২৫ টি বাইসাইকেল। নোয়াখালীর কোম্পানীগঞ্জে শান্তিপাড়া গ্রামের দারুস সালাম জামে মসজিদ কমিটির এমন মহৎ উদ্যোগে খুশি সবাই।
শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে কিশোরদের মাঝে এই বাইসাইকেল উপহার দেয়া হয়েছে। এই সময় কোম্পানীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মসজিদ কমিটির সভাপতি কামাল হোসেন ও সাংবাদিক মাসুদ আলমসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মসজিদ কমিটির সভাপতি কামাল হোসেন বলেন, এটি আমাদের একটি সাহসী উদ্যোগ ছিল। আর্থিকভাবে আমাদের একটু হিমশিম খেতে হলেও শিশু-কিশোরদের নামাজি করতে পেরে আমরা খুবই আনন্দিত ও খুশি।
বিডি প্রতিদিন/হিমেল