পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিধান্ত নেয় কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি পোহাতে হয়।
ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, সকালে নদীতে কুয়াশার ঘনত্ব কমতে থাকে। সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ