জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় বেহেস্তী রহমান ঈদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সদর থানার এসআই ফারুক হোসেন গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন। বেহেস্তী রহমান ঈদ জয়পুরহাট জেলা আওয়ামী লীগ সহসভাপতি এসএম সোলায়মান আলীর ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী।
এসআই ফারুক হোসেন জানান, পর্নোগ্রাফি মামলায় র্যাব ঢাকায় তাকে গ্রেপ্তার করে। বুধবার রাতে পুলিশ পাঠিয়ে ঢাকা থেকে জয়পুরহাটে আনা হয়। বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, এক তরুণীর সঙ্গে বেহেস্তী রহমান ঈদের প্রায় সাত মাস প্রেম ছিল। তখন তাদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করা হয়। ৫ জানুয়ারি ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়। এরপর বেহেস্তী তাকে ফোন করে গোপন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। ৯ এপ্রিল ওই মেয়ের অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর মেয়েটি থানায় মামলা করেন।