ময়মনসিংহের গফরগাঁওয়ে অর্ধ দিবস হরতাল পালন করেছে কান্দিপাড়া বাজার ব্যবসায়ী সমিতি। উপজেলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও কৃষক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান সুজনকে কুপিয়ে জখমের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়। গতকাল ভোর থেকে বেলা ১২টা পর্যন্ত কান্দিপাড়া বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এ সময় সড়কে আগুন ধরিয়ে প্রতিবাদ জানান আসাদুজ্জামানের সমর্থকরা। সেই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পাগলা থানা বিএনপির বহিষ্কৃত সদস্য ও উস্থি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির সরকারের সঙ্গে আসাদুজ্জামানের আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে কান্দিপাড়া বাজারে আস্কর আলী উচ্চবিদ্যালয়ের জমিতে নির্মিত একটি মার্কেট দখল নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।